দিগন্তের ওপারে
দিগন্তের ওপারে
-ভাস্কর পাল
নীলিমাচ্ছন্ন এ দিগন্ত পরশিছে হৃদয়ে
ভাসাইয়া অনুভূতি বিস্তৃত দিগন্তে
কত অজানাই না গোপনে রয়েছে
কত স্তব্ধতার ছোঁয়া মিলিবে-
শেষহীন ঐ দিগন্তের ওপারে।।
এ দিগন্ত বিস্তৃত দূর হতে বহু দূরে
শেষ হয়েছে কোথা, নাহি খোঁজ মেলে।
দিগন্তের ওপারে নাহি আছে জানা
ঘোর অন্ধকারে লুকিয়ে কত কল্পনা অজানা।।
ভূ-ধরাতল হতে নীলিমা, নাহি কোনো সীমানা
সৃষ্টি কেমন করে কেউ তাহা জানে না।
কেবলই কৌতূহল কেবলই অজানা,
দিগন্তের ওপারে আছে কোনো সীমানা!!
নাহি মেলে চিহ্ন নাহি তার ঠিকানা।।
Subscribe
Login
0 Comments
Oldest