দিনের শেষে
আশার পসরা মেলে বানিয়ার নাও
র’লেও ব্যাকুলে জেগে দামে-দরে ছায়া ঘেরা ঘাটে,
সমস্ত দিনের কথা হেরে অবেলায়
রাতের উদরে যেতে নুয়ে পড়ে গোধূলির বাটে।
Subscribe
Login
0 Comments
Oldest