দুর্গা অতি বুদ্ধিমতী
শিব বললেন দুর্গা মাকে ডেকে নিয়ে কাছে,
বাপের বাড়ি যাওয়ায় এবার তীব্র অমত আছে।
অসুররা সব রাস্তাঘাটে দিচ্ছে নাকি হানা,
তাইতো তোমায় যেতে আমি করছি এবার মানা।
সেথায় নাকি খাটের নিচে বস্তা বস্তা টাকা!
গরিবরা সব খেটেই মরে, পকেট তাদের ফাঁকা।
আজ সিবিআই, কালকে ইডি দিচ্ছে হানা রোজ,
দুর্নীতি আর অনিয়মের পেলেই কোনো খোঁজ।
লক্ষ্মী-সরস্বতী আমার কার্তিক গণুসোনা,
গন্ডগোলের মাঝে যেতে কিছুতেই দেবো না।
কার্তিক বলে, ইচ্ছে ছিল গড়িয়াহাটে যাব,
মনের সুখে শপিং ক’রে রেস্টুরেন্টে খাব।
গণেশ বলে, শোনো ড্যাড, পুজোর ক’টা দিন
হলদিরামেই খাব আমি, নাচবো তা ধিন ধিন।
লক্ষ্মী-সরো বলে, ড্যাডি শোন দিয়ে মন,
নিউ মার্কেটে করব শপিং — এই আমাদের পণ।
শাড়ি কিনব, কুর্তি কিনব, কিনব জিন্স টপ,
সকাল বিকাল খাব মোগলাই, ফিস ফ্রাই আর চপ।
দুর্গা মাতা খাটিয়ে মাথা, বললেন তাঁর ভাবনা —
এবার আমরা প্যান্ডেলে রবো, বাইরে কোথাও যাব না।