দুর্গাদেবী আসবে পিত্রালয়ে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ফুলে ফুলে কাশবন সেজেছে তটিনীর বালুচরে
শরতের এই স্নিগ্ধতার প্রহরে
গগন ফুঁড়ে দুর্গতিনাশিনী আসবে আলোকিত করে
ধরণির বুকে পিতৃদেবের ঘরে
লক্ষ্মী-সরস্বতী-কার্তিক-গণেশের হাত ধরে
দুর্গাদেবী আসবে ধরায় নাইয়রে।
মন্দিরে মন্দিরে আগমনি ধ্বনি ভক্তবৃন্দের স্বরে
ধূপের ধোঁয়ায় আরাধনার যজ্ঞাসরে
একশত আটটি পদ্ম সাজানো হয়েছে থরেবিথরে
দুর্গাদেবী আসবে কিছুক্ষণ পরে
দুষ্টের দমন শিষ্টের পালনে নিখিল চরাচরে
সুখের আলোয় ঘরবাড়ি ভরে।
আলোকসজ্জার প্রজ্বলন আজ গ্রাম-বন্দর-শহরে
বাদ্যযন্ত্রের মনোহর সুর লহরে
বিল্বপত্র-পুষ্পের পূজার্চনায় অবতার হয়ে প্রিয়ংকরে
দুর্গাদেবী আসবে প্রতিমার অন্দরে
মানুষের সকল অমঙ্গলের অবসাদ যাবে ঝরে
আনন্দোচ্ছ্বাস বইবে সবার অন্তরে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে