দেশী
দেশী
হাকিকুর রহমান
সস্তা কথায় ভিজেনাকো চিড়া
বস্তা পঁচা আলুতে যে কীড়া।
খাস্তা রুটি বেলা নয়তো সোজা
ফোকলা দাঁতের কথা যায়না বোঝা।
নজরানাটা দিয়েই পিড়েয় বসা
শোনা গেলো বউটা কানে ঠসা।
উদোর পিন্ডি বুধোর ঘাঁড়ে দিয়ে
পদ্মলোচন করলো আবার বিয়ে।
খ্যামটা নেচে পাচ্ছে বেজায় তালি
ধ্যামড়া মুখে দিচ্ছে কতই গালি।
আকাশ দেখো সেজেছে কোন সাজ
ঝড়ের সাথে হবে দেখা আজ।
চুনোপুঁটি করে বেশী বড়াই
খোলা জ্বালে তেঁতে থাকে কড়াই।
মুক্খু আমি বুঝিনাকো বেশী
ক্ষিদে পেলে খাবারটা খাই দেশী।
Subscribe
Login
0 Comments
Oldest