দ্বিতীয় লিঙ্গ
আমি নাকি লিঙ্গে দ্বিতীয়!
কিন্তু একমাত্র আমিই তো
প্রথম লিঙ্গকে গর্ভে ধারণ করি।
তার সমস্ত প্রাণ
আমারই জঠরে শুরু।
এমন কি
ঈশ্বরেরও আগে
আমি তাকে অনুভব করি;
আমিই তো তার প্রথম রচয়িতা।
অসীম মমতায়
তাকে আমি নিজের ভেতরে
ধারণ না করলে
কোথায় থাকত সে
আর
যুগ যুগ ধরে তার এত আষ্ফালন?
হে ধর্ম, হে রাষ্ট্র, হে বিচারপতি,
হে স্বেচ্ছায় অন্ধ সমাজ!
এর পরেও
কেন আমি দ্বিতীয় লিঙ্গ?
কী করে পুরুষের স্থান
আমার আগে বারংবার?
সেই কবে থেকে
ক্ষমতার সব ক’টি স্তম্ভের
এ কেমন সম্মিলিত অবিচার!
আমাকে ‘দ্বিতীয়’ বলার আগে
আপনারা ভাবুন দু’বার।
Subscribe
Login
0 Comments
Oldest