ধূসর একটা দিন__পূর্বালী দে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বিশ্রী এক শোষন মন্ত্রে
অবরুদ্ধ চারপাশ-
ছন্নছাড়া মেঘের জীবন,
উল্কা পড়ে, সর্বনাশ।

তৃপ্তির গানে উন্মাদ মাদল,
শিকার খোঁজে, কুহেলিকা
অন্ধকারে অকাল মৃত্যু-
স্রোতের গায়ে গড্ডালিকা।

মুক্তি সুখের সাগরসঙ্গম
দু-চার ফোঁটা কান্না পায়,
আদর সরিয়ে দ্বন্ধ ঠোঁটে
শরীর খুঁটে রক্ত খায়।

হোক না দাবী, অনাদরে,
খন্ডযুদ্ধে হারজিত নেই-
চোখের নীচে কালো হরিণ,
ধূসর দিনে একলা সেই।

0

Publication author

offline 2 years

Kolomkotha

0
লেখিকা বাচিক শিল্পী
Comments: 0Publics: 3Registration: 12-06-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।