নতুন করে যদি লিখতে পারি, পুতুল নাচের ইতিকথা
পুতুলনাচের, কাঠের পুতুলগুলো,
প্রতিদিন, অক্লান্ত চোখ বন্ধ করা।
নাড়াচাড়া, কুশীলবদের হাতে ধরা,
নিজস্ব অনুভূতিগুলি, রের্কড হয়ে বেজে চলে।
তাই’যা রক্ষে, আনন্দ পায় দর্শকরা।
দিন শেষ হয়ে এল, বুঝলনা তারা।
শুয়ে থাকে কেমন থরে, থরে।
পার যদি নিয়ে যেও একটি সন্ধ্যেবেলা,
যদি লিখতে পার নতুন করে, ‘পুতুলনাচের ইতিকথা’।
Subscribe
Login
0 Comments
Oldest