নতুন জন্মাষ্টমী দুচোখে জেগেছে
ডাক দিয়ে চলে গেছে,
কবে, কখন হৃদয়ে ব্যাকুল পলাশ!
ডাক শুনে, চিনি নাই তখন,
আমার বারান্দায় এখন একাকীত্ত্বের পসার।
বাগানে কামরাঙা ধরেনি,
ফুল ঝরে গেছে, অসময়ে পরিবেশ দূষণ।
চোখ চলে যায় বারে, বারে,
তোকেও কি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল,
তোমার, আমার যুদ্ধ, যুদ্ধ খেলা,
সন্ধির প্রত্যাশা একে অপরের কাছে,
হয়নি এখনও অধিকার কার দখলে,
‘ছায়া-যুদ্ধ’ তবুও এখন শিয়রে।
আসে দিন, হেলায় হারিয়েছি,
হৃদয়ের পলাশ গুনিনিতো কখনও।
সে রক্তিম আভা, বড় বেশী বাঁচা!
কামরাঙা জাগাও, অপেক্ষার পর।
ডাক দিয়ে চলে গেছে কবে?
এবারে পরিবেশ দূষণ কমুক।
আমার ইচ্ছেয়, তোমার চলাফেরা।
তারই জন্য, আমার এই নিবেদন।
তুমি পারিজাত, নক্ষত্র-উদ্যান,
তোমার ডাক, আমার জন্মান্তর।
আমার ইচ্ছেয় তুমি ঢাকা পড়েছো।
ছাতিম ফুলের, তীব্র অধিকার!
তুমি নিশ্চয়ই লুকিয়ে আছো?
কোটরে একটু মুখ বাড়াও।
‘ছায়া-যুদ্ধ’ – এর, সমাপ্ত হ’ক চিরতরে,
এবারে খুলে যাক কংসের কারাগার।
এই অসময়ে, বাসুকি মেলে ধরো।
নিঃস্ব কামরাঙা গাছের উপরে।
এতদিনে পলাশ চিনেছি তোমায়,
নতুন ‘জন্মাষ্টমী’,দুচোখে জেগেছে।