নবমী নিশি
নবমী নিশি
নবমী নিশি গেল যে চলি
দশমী তিথি এল বড় তাড়াতাড়ি
বিষাদ ভরা এ বিদায় বেলা
অশ্রু জলে দু’চোখ ভরা।
বছর ভরে রব মা চেয়ে
কবে আবার আসিবে ফিরে
নতুন বছর নতুন আশা
জগতে রবে শুধু ভালোবাসা।
ঘুচবে দুঃখ ঘুচবে ক্লেশ
থাকবে না মানুষে মানুষে বিদ্বেষ
ঘোর তমসার হবে অবসান
মানুষ গাইবে নতুন দিনের গান।