নবীন আশা
দেখা হবে আমাদের খুশীর শহরে,
দেখা হবে ফের সেই আলোকিত ভোরে।
দেখা হবে আমাদের কান্নার শেষে,
দেখা হবে ফের সেই হাসির আকাশে।
দেখা হবে আমাদের ঘরের বাহিরে,
দেখা হবে ফের সেই মানুষের ভিড়ে।
দেখা হোক আমাদের নবীন বরষে,
দেখা হোক সবাকার প্রাণের হরষে।
দেখা হোক শঙ্কার পাহাড় সরায়ে,
দেখা হোক বিজ্ঞান পতাকা উড়ায়ে।
দেখা হোক শত্রুকে পদানত করে,
দেখা হোক সবাকার হাতে হাত ধরে।
দেখা হোক আমাদের যুদ্ধের শেষে,
জীবনকে আঁকড়ে সবে থাকো ভালবেসে।
দেখা হোক আমাদের মারী বিতাড়নে,
প্রার্থনা করো সবে ইষ্টের সনে।
দেখা হোক আমাদের মন্দির মাঝে,
গীর্জা কি মসজিদে সকালে ও সাঁঝে।
দেখা হবে আমাদের হিংসার অন্তে,
অহং ঈর্ষাহীন নতুন দিগন্তে।
দেখা হবে অনন্ত সুস্থ শরীরে,
জীবাণুবিহীন যত পল্লী কি নগরে।
দেখা হবে আমাদের অনাবিল সুখে,
এস সবে বাঁচি সেই আশা নিয়ে বুকে।
——————————————————