নব ভোর
নব ভোর
হাকিকুর রহমান
ক্ষুধার অরণ্যে রাত্রি বাস, নিয়তি ফের করে পরিহাস
তাহারই মাঝেতে বাঁচিবার আশ, ধরণী দ্বিধা হও-
আবেগ হারায়ে গেছে, যম যেন দাঁড়ায়ে আছে
মৃত্যু! সে কি এত কাছে? বিধাতা! কিছু কও।
ধর্মশালা আজি বন্ধ, প্রকৃতি হয়েছে অন্ধ
ন্যুজ্ব হয়েছে স্কন্ধ, আলেয়া গিয়াছে ঢাকি-
বিবেকের দ্বারে খেলা, সময় কাটিলো মেলা
উঠেনিকো এখনও বেলা, নীরবে চাহিয়া থাকি।
পথশিশু গেহকোণে, অভাগিনী দিন গোনে
কেবা তাহাদেরে শোনে, সকলেই আজিকে নিশ্চুপ-
ফসলের ক্ষেত ভরা, কাটিবার আছে ত্বরা
লোকবলে পড়েছে খরা, কে কার চরণে দিবে ধুপ।
তবুও নিয়ম মানি, ইহাতে সফলতা জানি
অনিয়মের লাগাম টানি, শীঘ্রই উঠিবে নব ভোর-
ইহাই এযুগের শিক্ষা, লইতে হইবে দীক্ষা
সমৃদ্ধ হউক সমীক্ষা, কেটে যাক ঘনঘোর।
(করোনাকালে লেখা)