না যাও শ্যাম
চলে না যাও,
না যাও শ্যাম,
থাকো না’হয়,
আরও কিছুক্ষন।
কেন এত,
তাড়া হল, তোমার?
দেখি, দেখি,
কালো, ও দু’নয়ন।
সময়, আমার,
করেছো চুরি।
কোথা দিয়ে যায়,
জানি না, তা আমি।
ও মুখকে,
কত, ভালোবাসি,
চাঁদ ছাড়া,
জ্যোৎস্না, ঝরে কি?
হরিণ কি জানে,
কাছে আছে তার,
মৃগনাভি,
কত বড়, সম্পদ!
ছড়িয়ে পড়েছে
সুগন্ধের বাস।
হরিণের,
আর, চারপাশ।
সে রূপ যত,
হাসি ঝরা মুখ,
দেখে আমার,
কত বড়, সুখ।
তবে আর,
যাই কোথায় বলো?
মূহর্ত, কাটেনা,
তোমাকে ছাড়া, আর’তো।
মাটির কলসে,
জল, তবে ভরলো,
সুখ, সঞ্চয়,
মনে কত, জমলো।
কি করে যে,
এ প্রাণ, রাখি?
মধু, সব তোমার,
আমার পাত্রখানি।
কোথা, যাও তুমি?
বলো, বলো দেখি,
কার কাছে গিয়ে,
বিলাও ঐ হাসি।
কি করে, ঝরে,
মৃদু মুখে হাসি,
রাধা ছাড়া তোমার,
এত আনন্দ খেলে কি?