কষ্টের রঙ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার কিছু কষ্ট আছে

সে কষ্টের রঙও আছে।

কিছু কষ্টের দাগ আমার

মনের গহীনে লুকিয়ে থাকে।

আমার দিব্যি চোখ

তা দেখতে পায় না।

কিছু কষ্ট প্রাসাদেও থাকে

বাইরে থেকে দেখা যায়না।

আবার কিছু কষ্ট

সেলাই করে চলতে হয়

কাউকে দেখাতে হয়না।

কিছু কষ্টের মানেই হয়না

খামাখা আমি বয়ে বেড়াই।

কিছু কষ্ট আবার ডালপালা ছড়ায়

বোঝার উপর শাকের আঁটি বাড়ায়।

কিছু কষ্ট অকারনে রং বদলায়

ঝাপসা দেখি দৃষ্টির সীমানায়।

কিছু কষ্ট বুঁদ হয়ে ঠাঁই নেয় ফুটপাত

কখনো এগোয়না কোন বিবেকের হাত।

কিছু কষ্ট অবিমিশ্র উত্তাপ ছড়ায়

কখনো কাঁদায় আবার কখনো হাসায়।

কিছু কষ্ট অতিশয় বিবর্ণ

যন্ত্রনার সীমানা ছাড়িয়ে হয়ে যায় বন্য ।

এ কষ্টের রং একান্তই আমার

বয়ে চলছি একাকী জন্মান্তর।

 

0

Publication author

offline 1 year

Md. Moktarul Alam

0
NGO Worker
Comments: 0Publics: 43Registration: 20-10-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে