নিঃসঙ্গ
নিঃসঙ্গ
ইবনে নজরুল
উড়ছে বাদুড় সন্ধ্যাবেলা
ফিরছে পাখি নীড়ে
আমি সদা বড্ড একা
হাজার লোকের ভীড়ে।
আছে আমার বসতবাড়ি
আছে জলসাঘর
আপনা মানুষ যত আছে
তার’চে বেশি পর।
বাড়ি ফেরার নেই যে তাড়া
হোক সে গভীর রাত
হেঁটে হেঁটে অক্লান্তিতে
ফুরিয়ে যাক হায়াত।
Subscribe
Login
0 Comments
Oldest