নিঃসঙ্গতা, তুমি মায়াবী
ক্রমশঃ টের পাচ্ছি
বয়সটার বয়স বেড়ে গেল বলেই
সরে পড়ছে ধীরে,
চারপাশে স্থায়ী তাঁবু
গাঢ়ার শব্দ শুনতে পাচ্ছি,
জেঁকে বসেছে বিধ্বংসী একাকীত্ব
আর মায়াবী নিঃসঙ্গতা,
বেশ চলো-
একাকীত্বের হাতটা তুলে নেই হাতে,
তারপর হেঁটে যাই
গাঢ় নিস্তব্ধতায়,
এর আদিগন্ত মৌজা ম্যাপে
খুঁজে পাই অসংখ্য নিঃসঙ্গ ফেরীওয়ালা,
অমলিন নিঃসঙ্গতা ফেরী করে ওরা,
যেখানে থাকে না কোন অভুক্ত যতিচিহ্ন,
থামিয়ে দিতে পারে নিঃসঙ্গতার পথ চলা,
ভালবাসার প্রকারভেদ কেমন হয় আমার জানা নেই
নিঃসঙ্গতার শ্রেণী একটাই,
মায়াবী,
ভালবাসতে শেখায় সবকিছুকে।
Subscribe
Login
0 Comments
Oldest