নিজ পরিচয়
হতে পারে আমার বাবা ধনী,
হতে পারে আমার মা গুনী,
কিন্তু আমি নই কিছুই!
আমার আত্মীয় হতে পারে মান্য,
কিন্তু আমার কি আছে মূল্য!
তার গুণে আমি কি গুণান্বিত?
তার পরিচয়ে আমি কি সম্মানিত?
সে বড় নিজ পরিচয়ে,
আমি কেন তার পরিচয়ে?
সে হতে পারে স্বজন,
সে হতে পারে আমার আপন,
কিন্তু গুণ আমার নয়!
কীর্তিমান হতে পারে আমার পরিচিত,
কিন্তু আমি কার পরিচিত?
আমার স্বজন হতে পারে কুখ্যাত,
আমি কেন হবো না খ্যাত?
সে হতে পারে ধনীর সন্তান,
আমি কি নই মানুষের সন্তান!
হতে পারে তার বাবা ধনী,
সে তো ধনী নয়!
হতে পারে আমার বাবা গরিব,
কিন্তু আমি তো গরিব নই!
সে যদি প্রাণী হয়,
প্রাণী তো আমি বটে।
কিন্তু সে যদি মানুষ না হয়,
আমি মানুষ হবো না কি তবে?
তার কাছে আছে পিতার পরিচয়,
কিন্তু আমার কাছে আছে নিজ পরিচয়।
কোনটি বড় আপন পরিচয়,
নাকি পরের পরিচয়?
নিজ পরিচয়ে বাঁচবো আমি,
অন্যের পরিচয়ে নয়।
নিজ গুণে প্রিয় হবো,
অন্যের গুণে নয়!
নিজ কর্মে সুখী হবো,
অন্যের কর্মে নয়।
নিজ গুণে গুণান্বিত হওয়া,
প্রকৃত মানুষের চাওয়া।
নিজ কীর্তিতে কীর্তিমান হওয়া,
প্রকৃত মানুষের পাওয়া।
নিজ পরিচয়
স্নেহা