নিশুতি অন্ধকারে
নিশুতি রাতের অন্ধকারে আমার খোলা দেহে একের পর এক আক্রমন আমাকে স্থির করে দিয়েছিলো!
আমি ভেবেছিলাম এইতো রাতের অন্ধকার কেটে সুন্দর ভোর হবে
ভোরের আলোয় খবরের কাগজে লেখা থাকবে একটি লাশের কথা!
জোর করে ভোগ করা দেহের ভাঁজে মাটির থেকে আওয়াজ আসবে – আমার বোন, আমার মা! ধর্ষণ হতে দেবো না!
বন্ধুত্বের সহজ বিশ্বাসের বলি আমি।
এক মাস বয়সের ভ্রূণ হত্যা পাপ নয়!
রাতভর সরল বিশ্বাসের কাছে হারিয়ে যাবে – বন্ধুত্ব
ন্যায় বিচারের জন্য চিঠি লিখেছিলাম দেশের কাছে
সমাজনীতি বিশ্বাসের মূল্যায়ন করেছে -পতিতা নামে
আমি তখনো কিশোরী দেহের এক ধর্ষিতা!
লাল রং কলম প্রিয় খুব ডায়রি ছিলো দু’টি
শেষ পাতায় প্রতিবাদী স্লোগান লেখা হলো না কিছু
ধর্ষিতার নামে নতুন ডায়রি লেখা হলো ছলে,
সমাজ বেঁচে থাকুক ধুলাবালি জমা ফাইলে,
আমি মা,আমি বোন,আমি প্রতিবাদের কণ্ঠস্বর!
জয়ী নারী সম্মানে দেহে নয় ভাবো হে পুরুষ।।