নীরবতা
নীরব আজ নেতাগণ নীরব ভারতবাসী
নীরব আজ রাস্তাঘাট নেইকো মুখের হাসি.
খালি করে মায়ের কোল, চলে যায় তারা
এক মায়ের রক্ষার্থে আজ আর এক মা সর্বহারা.
আজ কোথায় তোরা, কোথায় তোদের মুক পশুর দল
প্রশ্ন করছে জনগণ,
জবাব আছে?
কি জবাব দিবি বল.
পাঁচ বছর অন্তরে তোদের
ভোট চাই প্রান ভরে.
তাহলে কেন নীরব তোরা
কেন তোদের ঠোট জোড়া?
ফেরাতে পারবি হারানো সন্তান
মোছাতে পারবি কোটি কোটি মায়ের চোখের জল?
পারবি না কারণ, তোরা মুক পশুর দল.
ধেয়ে আসছে সময়
কারণ এবার চোখের জল নয়, ফিরবে মুখের হাসি
কাটবে নীরবতা, খুলবে চোখ, ওঠাবে হাত
একশ তেত্রিশ কোটি ভারতবাসী.
Subscribe
Login
0 Comments
Oldest