নীল খামে চিঠী দিও
চিঠি দিও নীলখামে
……………
যদি কোনো বরিষণ দিনে,মনে পড়ে আমায়
বন্ধু তবে ,চিঠি দিও নীল খামে
ভরে দিও গোলাপের পাপড়ি মাখা
কিছু কথা ,সুরের বাঁধনে যেন গাইতে পারি গান
সে কোন অচিন দেশে সাত সাগর পার করে
পৌঁছে যখন যাবে ,নিত্য নুতন সঙ্গীতে ভেসে যাবে সুখাবেশে
তখন মনে পড়ে যদি আমায় ,বন্ধু তবে চিঠি দিও নীল খামে।
মন বলে ,চলো ফিরে যাই ,ভালোবাসা কোন বিস্বাসে দূরদেশে
ফেলে রাখা যায়,যদি উছ্রিংখল হয়ে পড়ে প্রেম
যদি আদিরসে ভেসে যায় আবেগ ,তবু অবুঝ কল্পনায়
হৃদয়ের বিপ্লব পারবে কি দিতে ক্ষমা
বন্ধু তবে, চিঠি দিও নীল খামে।।
রামপ্রসাদ দাস
Subscribe
Login
0 Comments
Oldest