নীল জোনাকি
একটি নীল জোনাকি
আমার নীল ডায়েরির পাতায়
কিছু ফুলের স্নিগ্ধ গন্ধ মেখে এলো
তখন আমি কৃষি বিজ্ঞানের সাধারণ ছাত্র।
কিছু কিছু সমালোচনা করতে গিয়েছিল যারা
তারাই আজ সমালোচনার শিকার হয়েছে
তীব্র ক্ষোভ প্রকাশ করে ;
তখনই নীল জোনাকি পূর্ণিমা রাতের শেষে
আমার ভাঙা ঘরের জানালার কাঁচের বাইরে :-
একটি হলুদ প্রজাপতির ডানা খসে পড়ে গেল
ঈগলের ডানা ও তীব্র ভয়ঙ্কর পরিকল্পনা বুনে ছিল
মৃত্যুর পরও চূড়ান্ত গোপনীয়তার মহানায়িকা হয়ে ।
পিরামিড জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে যারা
ব্যর্থ হৃদয়ের সমন্বয়ে , তারাই আজ পর্যাপ্ত আলো
হারিয়ে ফেলেছে আমার চোখের সীমানা থেকে;
তাঁদের আমি সীমানার বাইরে রেখেছি
নিদারুণ অভিমানের রাস্তা দিয়ে।
আমি দেখলাম কত রাত্রির স্নিগ্ধতার নিকটে আমার জীবন বাড়ন্ত তবুও নীল জোনাকি
নীল ডায়েরির পাতাকে আলোয় ভরিয়েছিল।