নীল ডায়েরির কবিতা-১৯
যদি কখনো বলতে পারি কথা
তবুও ক্ষমা করতে পারো না তাহা
সহিষ্ণু সভ্যতার হাত ধরে বেড়ে ওঠা
বলতে কি পারিনা কিছু তাহা।
কোনো সতর্কতা রুখতে পারেনা তাহা
কেবলমাত্র বেঁচে থাকিবার ভয়
ক্ষুব্ধ জনতার মুখের ভাষা কাড়ে
নীল গেলাসের মদ পান করে।
কারা যেন চলে গেল বহুদূরে
নীল গোলাপের কাঁটা ছড়িয়ে ছিটিয়ে,
তারপর রাত্রি নামে প্রান্তরের বুকে
নির্জন সন্ধ্যা তারাকে সাক্ষী রেখে।
Subscribe
Login
0 Comments
Oldest