নীল ডায়েরির কবিতা-৩১
জন্ম বহু জন্ম
পৃথিবীর বহু জন্ম আগে
যে পথে আলো জ্বালিয়েছি
সেই পথ আজ ভারাক্রান্ত ব্যারিকেডে।
শহরে খুন-খারাপ আন্দোলনের মিছিল
চাই শুধু রক্ত আর যেন কিছু নয় ;
বসন্ত যেন শোকমিছিল
কৃষ্ণচূড়ার লাল ফুল হারিয়ে গেছে
বিবেকের রণযুদ্ধে ।
হারিয়ে গেছে সমাজের চেতনা
রাত জাগা নীল বেদনায়
কাগজের নৌকা ভেসে চলে।
Subscribe
Login
0 Comments
Oldest