নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি
নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি
তুলোশী চক্রবর্তী
প্রথমে জানাই তোমার প্রতি
স্বশ্রদ্ধ প্রনাম সহস্র কোটি,
হে ভারত মাতার বীর সন্তান
শুনতে তো পারছো?বুভুক্ষু নরনারীর কলতান,
তোমা বিনা যেনো মনে হয় পিতৃহীন মোরা
ভারতভূমে কুরুক্ষেত্রের অর্জুন রুপেই আবির্ভাব হও তরা।
তোমার মতো যুগাবতারের আগমনের অপেক্ষায়,
দেশের সবাই রাত্রিদিন রয়েছে প্রতিক্ষায়,
সত্যযুগে পালনকর্তা ছিল নারায়ণ ভগবান
তুমি ও কলির ভগবান রুপে আজো রয়েছো বিদ্যমান,
হে বিশ্ববাসীর সন্মানীয় বীর
তুমি পুনরায় আবির্ভূত হও, না করে ধীর
ফিরে এসো, কেউ ভুলেনি আজো তোমার অবদান
মনেপ্রানে তুমিই রাখতে পারো ভারতমাতার সঠিক সন্মান,
নররুপে স্বার্থলোভী কিছু পিশাচেরা
প্রানের মাতাকে আজো পরাধীন করেই চলছে যে তারা,
আপন জননীকে রক্ষার জন্য দিবারাত্র কতো কষ্ট সয়েছো
জানিনা শেষে কেনো কিছু অমানুষের জন্য এতো অবহেলা পেয়েছো,
পৃথিবী নামে গ্রহটি যতদিন সোরজগতে থাকবে
বিশ্বাস করি তুমি ও ততদিন ভারতবাসীর প্রানে মনে অমর রবে।