পড়া পড়া খেলা
বেজায় রাগে বাবা-মা ফোন দেখলে হাতে,,
অনলাইনে ক্লাস করি তাই দিনে কিংবা রাতে!
অনলাইনেই পড়ি আমি,দিই না মোটেই ফাঁকি,,
সুযোগ পেলেই একটু-আধটু,, ইনস্টাতে
চোখ রাখি!
হোয়াটসঅ্যাপ বলে স্টাটাস দে তো,, ফেসবুক বলে স্টোরি
এত কিছুর মাঝে আমি কেমনে পড়তে পারি!
একটু-আধটু ফোন ঘাটি তাই, পড়তে বসার নামে
পড়ার পাহাড় জমছে ওদিকে অনলাইনের খামে!
Subscribe
Login
0 Comments
Oldest