পথে হল দেরি
যদি চলার পথে
কিছু কথা বলতে গিয়ে
পথে হয়ে যায় দেরি,
প্রকৃতি কে দেখতে গিয়ে
মনের মাঝে সাজিয়ে ফেলেছি
অজানা কত বইয়ের পাতাকে।
একদিন এই বই -এর পাতা খুলতে গিয়ে
নজর কেড়েছে একটা অজানা ছবি
পাহাড়ি ঝর্ণার বুক থেকে
বয়ে চলেছে জলরাশির স্রোত
ভাসিয়ে নিয়ে চলছে
মনের সমস্ত চাওয়া পাওয়া কে।
উষ্ণ মরুভূমির বালি দেখে
মনে হয়েছে মরীচিকার ছবি
উটের পিঠে চলতে গিয়ে
পার করে ফেলেছি জীবনের ভূমি
বালুঝড়ের মুখে পড়েছি যখন
বুঝেছি তখন কারাগারের খবর।
গোলাপের পাপড়ি থেকে
সুরভী খুঁজেছি কত
হঠাৎ ঝরো বাতাস এসে
গ্রীষ্মের উষ্ণ রোদে
জীবন হারিয়ে গেছে,
নষ্ট করেছে তাকে।
১৯/০৫/২০২০
Subscribe
Login
0 Comments
Oldest