পরিণীতা
এই মেয়েটি কি সেই মেয়েটি
যাকে আমি দেখেছিলাম নক্ষত্রের রূপোলী আলোতে
তবুও খুঁজে পাওয়া যায়
আমার না থাকা জুড়ে সমস্ত কাহিনীর অধ্যায়ে।
গোলাপ বৃক্ষের মতো সুন্দর হৃদয় তাঁর
পিছপা হয়েছি নিদারুণ অভিমান পুষে
ভালোবাসার নীল সাগরে ডুবে মরে।
কেউ কি ছিল সবার অজান্তে
গভীর থেকে গভীরতর ভাবনা আরো
লিখতে চাই ঝরে পড়ার কাহিনী
নিজের শিরদাঁড়াকে কংক্রীটের স্তূপের নিচে।
Subscribe
Login
1 Comment
Oldest