পহেলা ফাল্গুন
প্রেমাগুনে আজ জ্বলবো দু’জন ফাল্গুনের আগমনে
হলুদিয়া ঢাকাই শাড়ি পরনে
তোমাকে আজ দেখবো আমি ইষ্টিকুটুমের গড়নে
রঞ্জিত অধর রক্তজবার রঞ্জনে
গলায় গাঁদার পুষ্পমালায় হাতে কাচের কাঁকনে
রাঙানো কপাল টিপের আলিম্পনে।
শিশিরভেজা ঘাস মাড়িয়ে সুনিভৃত শিমুলের বনে
প্রাণোচ্ছলে হাঁটবো দু’জন আপনমনে
পঞ্চাঙ্গুলি আঁকড়ে ধরে যুগল বাহুর বন্ধনে
তেপান্তরে প্রেম কুড়াবো যতনে
প্রথম প্রেমের পিয়াসি মন ভরাবো নিদর্শনে
অলিখিত প্রেমের গীতিকাব্য চয়নে।
শেষ বিকেলের হিমেল বায়ুর মায়াময় গোধূলিলগনে
মিশে যাবো গ্রন্থমেলার অঙ্গনে
অল্প অল্প প্রেমমাধুরী জমাবো হৃদয়ের গহনে
নিবিড় প্রণয়ের নকশিকাঁথা বুননে
সন্ধ্যা শেষের আলোকসজ্জার আগুন রাঙা স্পন্দনে
ভালোবাসায় আঁকবো তোমায় দু’নয়নে।