পাঁচটি টুকরো
প্রথম টুকরো
মৃদু তার, রিনঝিন, এখনও’যে,
কেন বাজে মনে,
বুঝি ফেলে গেছে, ‘ভালোবাসা’, ভুলে!
দ্বিতীয় টুকরো
নদী, কি জানে আর?
কার বুকে বয়ে যাবে, তারপর,
বোঝে নদী, সৃষ্টির আনন্দ, অপার!
তৃতীয় টুকরো
শালুক, শালুক ভাবে বুঝি,
ঘোর লেগেছে খুব,
যেদিন তুমি দুলে উঠলে, কি করে তোমায় ভুলি?
চতুর্থ টুকরো
জীবন মানে, যত্নে পাওয়া,
দুঃখী মায়ের স্বপ্ন!
ভুলেও তাকে, কোন দিনও, করো’না হাতছাড়া।
পঞ্চম টুকরো
পাহাড়ের আড়ালে,
সূর্য লুকিয়ে পড়লে,
আলো ছড়ায়, স্বপ্নেরা তার হয়ে।
Subscribe
Login
0 Comments
Oldest