পাতা একখানি
পিপাসু এক শুকনো তরু,
দাঁড়িয়ে রোদ্দুরে ।
মাএ ভেজা পাতা একখানি ।
যেন চারিদিকে জ্বলছে দাবানল,
মাঝে তার সাদা পতাকা আত্মসমর্পণকারী।।
Subscribe
Login
0 Comments
Oldest