পুনরায় বিচরণ
পুনরায় বিচরণ
হাকিকুর রহমান
কন্টকগুলি,
কি সকলই পদযুগলে বিধিলো!
হায়রে উচ্চাকাঙ্খা,
তুমিও কি ওই দলেতে নাম লেখাইলে?
তাহা হইলে
বারংবার পিছন হইতে ডাকো কেন?
আমি কহি ডাইনে যাও,
তুমি যাও বামে-
আমি কহি অগ্রে যাও,
তুমি পশ্চাতে গমন করোহে।
ওহে দৈব,
তুমিও কি দৈবাৎ নিরুদ্দেশ হইলে?
একটু কৃতজ্ঞতাবোধও কি নাই,
যে ক্ষণিকের তরে থাকিবেক্ পাশে।
অগত্যা,
নিরুপায় হয়ে-
দিগন্তের শেষ সীমারেখা পর্যন্ত
পুঙ্খানুপুঙ্খরূপে পুনরায় বিচরণ।
Subscribe
Login
0 Comments
Oldest