পূর্ণিমা
ভাদ্র মাসের পূর্ণ চাঁদ আমার এই বিষন্ন মন কে প্রফুল্লচিত্তে ফিরিয়ে দিতে পারেনি।পূর্ণ চাঁদের আলো,আমার গাঁয়ে আলোর ঝিলিক আনতে পারেনি।পারেনি তাঁর রশ্মির এক বিন্দু আলো দিতে আমাকে।
কি করেই বা পারবে আমি যে সাড়াশব্দ বিহীন ভাবে শুধু রাস্তা দিয়ে হেঁটেই গেছি।অনুভব করার জায়গায় পৌঁছাতে পারিনি ব্যর্থতা আমার।চোখ ২ টি বন্ধ করে প্রকৃতির নানান রকম শব্দ শুনতে আমি চাইনি।চাইনি দক্ষিণা পবন গাঁয়ে মেখে ভাদ্র মাসে নিশি পূর্ণিমা চাঁদ দেখতে।আমি শুধুই হেঁটে গেছি রাস্তা দিয়ে বিষন্নতা কে বুকে নিয়ে।
Subscribe
Login
0 Comments
Oldest