পৃথিবীর গন্ধ
আমরা যারা যাই ওপারে এই শরীরের খোলস ছেড়ে,
ভাবি সবাই ফিরব না আর কখ্খনো এই জীবন ঘরে।
তাইতো যখন বন্ধুরা সব ডাকতে থাকে এপার থেকে,
মন চাইলেও দিতে সাড়া দাঁড়িয়ে থাকি চুপটি মুখে।
ভাবটা এমন আটকে গেলেই বইতে হবে একটা জীবন,
তার চেয়ে ভাই নতুন ঘর অনেক খুশী অনেক মাতন।
কিন্তু হায় সেই পিছুটা কেমনে তারে সরাই দূরে !
সব খুশীকে ছুঁড়ে ফেলে তাই তো ফিরি সেই কোটরে।
আমরা জেনো বদ্ধ সবাই বন্ধুদেরই মায়ার ডোরে,
হয়তো তাই যাবার ক্ষণে মনটা উথালপাতাল করে।
তবে এবার জীবন নবীন আশপাশেরও হয় বদল,
চেনারা সব হয় অচিন–হিয়ায় বাজে নবীন মাদল।
অচেনা এক জীবনঘরে ধীরে ধীরে বন্ধু চিনি,
নতুন করে তাদের সাথে পসরা সাজাই বিকিকিনি।
যতই ভাবি আসব না আর তবুও আসি ফিরে ফিরে,
কেমন করে থাকতে পারি এই পৃথিবীর গন্ধ ছেড়ে !