প্রকৃতির লিপ্সা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পাখির গানের অপরূপ ছন্দ
বাতাস সেই সুরেই মগ্ন ,
ভেজা বুনো মাটির গন্ধ
চারিদিক জুড়ে আচ্ছন্ন ।

ম্যাপেল গাছের রক্ত পত্র
হাতের মত আঁকড়ানরত ,
নারীর প্রথম আলাপের মতো
নাশপাতি গাছ দন্ডরত ।

ওহ! এই প্রকৃতির মুগ্ধময় সৌন্দর্যতা
পারছিনা আমি আর ভালো না বেসে ,
ঠোঁটের সাথে মিলিত হলো বৃষ্টিফোঁটা
আমার শয়ন স্নেহার্দ্র কোমল ঘাসে ।

আমি কীভাবে নিশ্চিত হতে পারি
আবার কি আসবে পৃথিবীর মাঝে ,
আবার কি কখনো মিলিত হতে পারি
বৃষ্টিমুখর এই প্রিয়তমার বক্ষমাঝে ।।

– শুভজিৎ মাইতি

0

Publication author

0
শুভজিৎ মাইতি
বসবাস - দূর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ।
বাংলার ছাত্র।
লেখালেখি ও চিত্রাঙ্কনে বিশেষ আকর্ষণ।
কবিতা লেখার জন্য পশ্চিম বর্ধমান জেলাস্তরের প্রতিযোগিতায় ২য় স্থান অধিকারী।
বাঙালি লেখক সংসদ থেকে বঙ্কিম চন্দ্র স্মৃতি সন্মান ২০২২ প্রাপক।
Comments: 0Publics: 2Registration: 11-03-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।