সুখের সমান অসুখ –মোঃ রহমত আলী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সুখের সমান অসুখ
==============
মোঃ রহমত আলী
==============
যারা নিজেই একদল অমানুষ
হয়েও মানুষ নামের অসহায়
মানুষকে বানিয়ে সাজায় পণ্য।
যারা আবার গ্রহণ করে তাদেরই
কামাই দ্বারা নাজায়েজ হারাম অন্য।
যারা নিষ্ঠুর পর্যায় অমানবিক জঘন্য।
তারাই তো পাগল-ফকির আর
অবুঝ সেই সব শিশুর জীবন লয়ে,
করছে কঠিন খেলা ভিন্ন ভিন্ন।

কারা যেন যারা বেরহম জানবিক বর্ণ।
বিদ্যামুখী চলত রোজ যে শিশু,
তাকে ধোকা-য় বন্দি, জখমী করে,
পথশিশু-ফকির বানিয়ে, ভিক্ষাবৃত্তি
জবরদস্তি করিয়ে, ফুটানি করে
ভক্ষণে আবার সেই কামাই।
তাকে খাওয়ায় শুকনো কিছু
তিন বেলার এক বেলায়।

ওরা কি করে আবার হতে পারে,
গণনায় গণ্য মানুষ। পথভুলা বৃদ্ধ
কারো মা-বাবা, বুড়ো-বুড়িকে,
ঠিকানায় পৌছে দেওয়ার ভ্রান্ত ছলে,
নিলে ফুসলায় নির্মম আস্তানায়।
অমানবিক নির্যাতন করিয়া
ভাঙ্গিলে হাত পা,অঙ্গ ক্ষত-ক্ষত
জুলুমের উপর জুলুম করে।

একজন মরিলে যবে,দাফনের নামে
ধান্দা-চাঁদা তুলে রাজপথে,
জোগালে বহু মাল কামাই।
জোড়া ভেঙ্গে বয়স্কের
করে দাফন এক, অন্যজনা
দ্বারা রোজ করায় ভিখ।
কি ? এ পাপীর ইনসাফ
হবে কবে ঠিক-সঠিক।
এ দুনিয়ায় গোপন পরিচয় তাদের।
ছোঁয়ায় চলে সবার সাথে,
ধরা দেয় না কারো খাঁচায়।
পরিচিতি যাদের নিজেরই অজানা
সবাই জানবে আর কি ?
তার কখনোই পরিচয়-খানা।

১৫.০৫.২০০৯ | ১৯.০২.২০২৩

0

Publication author

offline 1 year

mdrahmatali

2
আস্সালামুআলাইকুম
mdrahmatali566.blogspot.com
Comments: 5Publics: 47Registration: 04-01-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে