Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

প্রাক্তন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বহুদিন পর তোকে দেখলাম

একটুও বদলাসনি তুই,

আমি কী ভীষণ পাল্টে গেছি দেখ

জলছবি আঁকি সারাদিন, ছায়াতে তোকে ছুঁই ।

 

আজ কোনও কথা হল না তোর সাথে

শুধু দেখে যাওয়া আগের মতোই,

তবুও এখন বুকে বাজিস তুই

আঙুল ছোঁয়াস আমার গোপন ক্ষতই ।

 

জানি তুই বোকা মোটেই নোস

আমাকে মনে রেখে স্মৃতির পাতা ভরাবি,

আমিই কেমন পাগল হয়েছি দেখ

তোকে দেখতে চাই, জেনেও তুই মুখ সরাবি ।

 

কেমন আছিস তুই

বারবার বলতে গিয়েও থমকে গেছে মুখ,

জানি খুব ভালই আছিস

আমার মতন তোর হয়নি অসুখ ।

 

আজও তো তুই তেমনই আছিস

মনে কি পড়ে না আমাকে একবারও ?

আমি কী ভীষণ পাল্টে গেছি দেখ

হতে পারিনি তোর কিংবা অন্য কারও ।

0

Publication author

offline 12 months

মোহন দাস

0
লেখকের জন্ম ১৯৯৬ সালের ২ রা নভেম্বর নদিয়া জেলার শান্তিপুরে। চাকদহ শহরে নিজের বাড়ি। বাংলা সাহিত্যে স্নাতক। বিগত দশ বছর জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সাহিত্য পত্রিকায় লিখেছেন এবং নিয়মিতভাবে লিখে চলেছেন ।
Comments: 0Publics: 8Registration: 17-01-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে