প্রাণের কবি
প্রাণের কবি
হাকিকুর রহমান
নেই কোন তার ঢাল-তলোয়ার
নেই কোন তার সৈন্য,
হাতের কাছে পায়না কিছুই
জীবন ভরা দৈন্য।
আছে যে তার কলমখানি
লিখেই চলে সে,
লিখে যে তার জীবন কথা
মনের আবেশে।
কেউ বা যদি পড়ে যে তার
কাব্য কোন দিন,
এতেই হবে হৃদয় ভরা
খুশী অন্তহীন।
সারা জীবন লিখেই গেলো
গুছিয়ে মনের কথা,
তারই ভিতর রইল পড়ে
সকল মর্মব্যথা।
(বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর
৪৪তম প্রয়াণবার্ষিকীতে)
Subscribe
Login
0 Comments
Oldest