শোনো উত্তরনারী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শোনো উত্তরনারী!
পুরুষের কাছে নেই শাসনের শেষ তরবারি।
মেয়ে দেখলেই পুরুষটি ভাবে, কখন ওকে পাব নগ্ন।
ভেতরে ভেতরে যে এতটাই বাড়াবাড়ি রকমের ভগ্ন,
তার সুবিধা’র রাজত্ব চিরকাল চলতে পারে না,
কালের অমোঘ নিয়ম কখনোই কাউকে ছাড়ে না।
যে পুরুষ ভঙ্গুর, নিজের কামের কাছে অসহায়
সমস্ত দৃঢ়তা যার সীমাবদ্ধ গোপন দন্ডেই, হায়!
তাকে প্রভু মেনে নিও না যেন তুমি উত্তরনারী,
তার হাতে নেই, নেই, নেই ক্ষমতার চূড়ান্ত তরবারি।
হাজারবার নগ্ন হয়ে গিয়েছে পুরুষ ইতিহাস জুড়ে।
প্রতিরোধহীন অসহায় নারীর যোনি ফুঁড়ে ফু্ঁড়ে
যত বার বেরিয়েছে তার বর্বর দন্ড, তত তত বার;
প্রতিষ্ঠিত হয়ে গেছে তার পশুত্ব আবার আবার।
এ রকম নিছক পুরুষ, আপাদমস্তক লোভী ও কামুক!
উত্তরনারী, তোমার বাধায় তার শেষতম প্রতাপ থামুক।

 

0

Publication author

1
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।
Comments: 1Publics: 121Registration: 28-02-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে