প্রাণের গান
প্রাণের গান
হাকিকুর রহমান
ধান কাটিতে গায়যে গান, মাঠির চাষীরা
নাও বাহিতে গায়যে গান, ঘাটের মাঝীরা।
ধান ভানিতে গায়যে গান, গাঁয়ের বঁধুরা
স্নান করিতে গায়যে গান, পাড়ার শিশুরা।
গরু চরাতে গায়যে গান, রাখাল ছেলেরা
ফুল তুলিতে গায়যে গান, মালীর মেয়েরা।
ভোরের পাখি গায়যে গান, তরুর শাখাতে
পথের বাউল গায়যে গান, জীবন বাঁচাতে।
মাছ ধরিতে গায়যে গান, গাঙ্গের জেলেরা
ঘুম পাড়াতে গায়যে গান, শিশুর মায়েরা।
প্রাণ জুড়ানো এসব গান, বড়ই সুমধুর
মন থেকে দূর করে দেয়, বেদনা বিধুর।
Subscribe
Login
0 Comments
Oldest