প্রার্থনা
হে ভগবান
আমার জীবনের ভালো মন্দ
তুমি করেছো দান।
আমার জীবনে যা কিছু ভালো
এটা তোমার মমতা
যদি খারাপ কিছু ঘটে তবে
দিও আমায় সহ্য ক্ষমতা।
এই যে আমি টিকে আছি তোমার দয়ায়
আমার সকল বিপদে আপদে তুমিই সহায়।
এই যে আমি বেঁচে আছি এই ভব সাগরে
তোমার চরণে আমার নমঃ নমঃ নমঃ হে।
আমার এই তুচ্ছ সামান্য জীবনে
তোমার নাম যেনো রাখতে পারি স্মরণে।
Subscribe
Login
0 Comments
Oldest