প্রিয়
প্রিয়
ইবনে নজরুল
প্রিয়জন প্রিয়মানুষ প্রিয়মুখ প্রিয়প্রায়
কার প্রিয় কেবা তাতে কার আসে যায়
কেবা কাঁদে কার লাগি গহীন রাতে
কেবা রয় প্রতীক্ষায় নিশি প্রভাতে।
কারো কাছে ভালোবাসা মানে ছেলে খেলা
কারো কাছে ভালোবাসা গোধূলি বেলা
কারো কাছে ভালোবাসা এই আছে এই নেই
কারো কাছে ভালোবাসা খেয়ে দেয়ে কাজ নেই।
কেউ পথে পথে ঘুরে
ভালোবাসা ফেরি করে
তবুও মিলে না কভূ প্রিয়ের মিলন
হৃদয় জ্বলেপুড়ে আত্মার দূষণ।
Subscribe
Login
0 Comments
Oldest