প্রেমিকা আমার নেই
আমার প্রেম ছিলনা জীবনে
কখন তুমি এলে বুকের বাঁ পাশে
আমি জানতে ও পারলাম না কখনো
ঠিক একটি বাবুই পাখির মতো
শুকনো উঠানের ধান খুঁটে খাই সে
দিনে এবং রাতে।
প্রেমিকা আমার নেই
তবুও আমি ভালোবাসা কি নাই বা জানলাম !
সমুদ্রের জলরাশি বয়েই চলে
একটি ব্যর্থ হৃদয়ের মধ্যদিয়ে।
Subscribe
Login
0 Comments
Oldest