প্রেমী – অসীম চক্রবর্ত্তী
কুহেলী
কুহক ছিড়ে
কোকিলা কূজিত সুরে
ভোরের আলোয় রাঙিয়ে আসলে
শূন্য হৃদয় ভরে
আমার ছোট্ট
ঘরে ।
শূন্য
মনের দুয়ারে
স্নিগ্ধে ভরিয়ে বাহারে
গহন গগনে বীজনে ধ্বনিত
রণিত তোমার নূপুরে
নরম শান্ত
দুপুরে ।
হিয়ার
দোলকে দুলে
বক্ষে দুয়ার খুলে
নিবাস সুবাসে দরজা দরাজে
এসেই মনের কূলে
প্রেমের পরশে
ছুলে ।
মোহিত
শোনিত মনে
মুগ্ধ স্নিগ্ধ ভুবনে
নিখিল নিবাতে দখিনা বাতাসে
জুড়িয়ে হৃদয়ে গোপনে
ভরিয়ে আমারে
স্বপনে ।
ভাবের
পাখনা মেলে
প্রেমের মাধুরী ঢেলে
রুধির হৃদির মধ্য জুড়ে
হিয়ায় পলতে জ্বেলে
ঠোঁটের ঢাকনা
খুলে।
নিশীথ
শশী বিলাসী
মাখিয়ে অধরে হাসি
সজল নয়নে মগনে বললে
তোমারে ভালোগো বাসি
আমিই তোমার
দাসী ।
প্রলয়
কম্পন লাজে
দীপিত হিয়া সাজে
তৃপ্ত জ্বলনে জ্বলছে হৃদয়
বক্ষ জুগল মাঝে
তীব্র প্রেমের
ঝাঁজে ।