প্রেম ও পংক্তিমালা
প্রেম ও পংক্তিমালা
বান্দা হাফিজ
সিঁড়িময় পাহাড়ের দেশে
কে গো তুমি অনামিকা?
দেহে এঁকে নৈসর্গের গান
বুনো পথ হেঁটে চলো একা
গায়ে মেখে প্রকৃতির ঘ্রাণ।
প্রজাপতি হয়ে ওড়ো চপলা কুমারী
বড়ই বাসনা মনে ফুলের রেণু
উড়ে উড়ে ভরে যাক রঙিন দেহ
বেজে উঠুক গীতিময় প্রেমের বেনু
‘ভালোবাসি বড় ভালো’ বলুক কেহ।
গাছাদির পাতাগুলো প্রেমের চিঠি
উড়ে চলা সাদা মেঘ হোক আল্পনা
যুবতী চা’য়ের বনে যেন ছুটোছুটি
চাঁদেলা রোদের নিচে এই কল্পনা
হাত দু’টো ধরে এই হাতে—
চোখের গভীরে ডুবে যাবে চোখ দু’টি।
Subscribe
Login
0 Comments
Oldest