প্রেম বড় নষ্ট নেশা
মেঘের মতন তোর একঢাল এলোচুলে,
জোছনার হাসির আড়ালে,
পূর্ণিমার চাঁদখানি, বেশ লাগে !
শতাব্দী পার করে বসে থাকি একঠায়, অপেক্ষায়,
পড়ে পাওয়া চোদ্দ আনা, বৃথাই বিশুদ্ধ অনুরাগে !
বেশি কাছে আসিস না, চন্দ্রমা পাগলী, দূরেই থাকিস,
প্রেম বড় নষ্ট নেশা, ভেঙে গেলে বড্ডো প্রাণে লাগে !
স্বপ্নে এসে চুমো দিয়ে যাবো,
তোর চরখা কাটা কবিতার হাতে, কোনোদিন,
হয়তো অপূর্ব কোনো দ্বাদশীর রাতে,
জোছনাতে, ঘুম ভাঙা আশ্চর্য নিশীথে,
মহাকাশ সাক্ষী রেখে
অচেনা জগতে কোনো অজানা গ্রহের ভিন্ন পথে,
ঘুরে মরে সারারাত, হাতে হাত,
অচেনা অদেখা তোর জোছনার সাথে !
ততদিন, ঘেঁসাঘেসি বসিস না উন্মাদিনী, ভয় লাগে,
প্রেম বড় দামী সে কবিতা, নষ্ট কবি কোন কাজে লাগে !