ফির’সে
সূর্যের কাছে নিয়ে উত্তাপ লগ্নি
ফুলের ভিতরে হলো মধুজন্ম,
মৌমাছি জুড়ে বসে, করে ডাকায়েতি
মধুদের এমনই তো ভবিতব্য।।
মোম দিয়ে মুড়ে রাখা মৌচাক,
তুমি কার, প্রকৃতির নাকি মানুষের?
চোরের ওপরেও আছে বাটপার,
ডুবতে ডুবতে সূর্য হাসলো।।
ধান জানে ধার কতো কাস্তের,
চুপচাপ বস্তাতে বন্দী,
থালায় সাজানো গরম জুঁইফুল,
নুন দিয়ে মেখে নিলে স্বর্গ।।
শব্দের চারপাশে বোলতা,
চাপ চাপ রক্তেরা মাটিতে,
সব রঙ ফিরে দেবে ফির’সে,
ঘুমোলে চলে কি আর সূর্যের।।
Subscribe
Login
0 Comments
Oldest