ফিরে দেখা
ফিরে দেখা
আহমেত কামাল
১৪০০ সাল ধরে এনে
বসিয়ে দেই বারেন্দায়।
এও- যে এক কবি কেশর উড়িয়ে
লিখতে থাকে,, গান, বালক রঙের।
পাখি এসে উঁকি দিলে বদল করি সময়, ফিরে দেখা।
কেউ কলসি ভরা শীতকাল নিয়ে হেঁটে যাচ্ছেন
বাড়ির দিকে,,।
আমার গানের উপর দাঁড়িয়ে কে?
– বাবা।
বাবার চাদর হতে লাফিয়ে পড়ছে
শাসন, শাসন দৌঁড়ে আসছে,,,
আমার দিকে। বই হাতে।
Subscribe
Login
0 Comments
Oldest