বইয়ের মাঝে
বইয়ের মাঝে
-ভাস্কর পাল
অজস্র সব রং বেরঙের কত শত বই
হারিয়ে গেলে বইয়ের মাঝে খুঁজবে মোরে কেউ!
কত লেখা কত বর্ণে সেজেছে বইয়ের পাতা
পাতায় পাতায় পূর্ণতা পেয়েছে কত হৃদয়ের ভাষা।
সেসব বইয়ের লেখার মাঝে নিজের ভাবনা খুঁজে পেতে-
হারিয়ে যেতেও রাজি আমি সকল বইয়ের মাঝে।।
মাঝ গগনে সূর্যি যখন মেঘের মাঝে আড়াল নেয়
তখন আমার উদাসী মন বইয়ের মাঝে ঘর বানায়।
গ্রামের শোভা কত বইয়ে, কোথাও ঘিঞ্জি শহুরে আলো
কত লেখক লিখে গেছেন তাঁদের চোখের দৃশ্য গুলো।
গগন যখন মেঘ ঘনিয়া আঁধার করে আসে-
তখন কেমন জটাধারী শিব নাচে মেঘেরা মাঝে।
সকল দৃশ্যই কেমন যেন ফুটিয়া ওঠে কাব্য হয়ে
কবিতায় যখন বাঁধে কবি, নিজের মতো ছন্দ করে।।
মনের আড়ালে ঘোটে যাওয়া, কত শত ঘটনাশৈল
সবই কেমন জনপ্রিয়,, কত বইতে প্রকাশ পেলো।
জীবনের কত সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনা গুলি প্রবল-
বইয়ের মাঝে উপন্যাস বাঁধে, আঁখিতে আনে অশ্রু কখন।
কত আছে জ্ঞানের বৃক্ষ, অজানাকে জানার তরে-
কত শত বই প্রবল ভাবে পাঠকের মনে সাড়া ফেলে।
বইয়ের সঙ্গে দ্বন্দ্ব কেবল ছন্দ নিয়ে ঝগড়া প্রবল,,
ছন্দহীন কবিতা গুলো ঘর বেঁধেছে যখন তখন।।
বইই হলো এমন বস্তু বদলে দেয় জীবনের শব্দ
বইয়ের মাঝে পোকা হয়ে উড়ে বেড়াই বইয়ের তরে-
পুরাতনের অতীত হোক বা আধুনিকতার ছন্দ
বইয়ের সাথে হৃদয় চলুক প্রবল ভাবে দ্বন্দ্ব।।