বন্ধু ‘উতু’- অসীম চক্রবর্ত্তী
নিষ্ঠুর টানে কোন অভিমানে একাকী গহীন আঁধারে
নিশ্চুপ আজও গভীর শয়নে ধুয়ে মুছে সব বাধারে
ত্যাগী মায়া সবে ছাড়ি আপনারে একান্তে নিরালোকে
শূন্য হৃদয়ে বোবা কান্নায়, আজও খুঁজি আমি তোকে
বন্ধু, আজও খুঁজি আমি তোকে …
পানশালা গলি রাস্তার মোড় কখনও চায়ের দোকানে
সকলের ভিড়ে নাহি তোর মুখ, আছে পড়ে স্মৃতি সেখানে
নির্বাক মনে খুঁজি ফিরি দেখি ডুবে যাই তোর শোকে
শূন্য হৃদয়ে বোবা কান্নায় আজও খুঁজি আমি তোকে
বন্ধু, আজও খুঁজি আমি তোকে …
ঘুমিয়ে বন্ধু চিরনিদ্রায় শান্তির দেবালয়ে
বেঁচে রবে তোর গুণ সম্মান অটুট যাবে না ক্ষয়ে
নীরবতা মাঝে বেঁচে রবি তুই ভালবাসার ঐ প্রান্তরে
থাকবিরে তুই হৃদয় মাঝারে গভীর নীরবে অন্তরে।
অশ্রুসজল বেদনাচিত্তে বড় ব্যথা নিয়ে বুকে
শূন্য হৃদয়ে বোবা কান্নায় আজও খুঁজি আমি তোকে
বন্ধু, আজও খুঁজি আমি তোকে …