বন্ধু
আমি জানিনা তুমি কে
আমি জানি তুমি শুধু আমার বন্ধু
আমি জানিনা তুমি বড় না ছোট
আমি জানিনা তুমি দেখতে কেমন কালো সাদা বা দুসুর…
আমি জানিনা তুমি কোথায় থাকো
আমি জানিনা তুমি কোন ধর্মের
আমি জানিনা তুমি ভোরের আলোতে স্নান করতে ভালোবাসো কি না
আমি জানিনা মেঘের গর্জনে তোমার বুক কেঁপে উঠে কি না
আমি জানিনা আকাশের নীলে তোমার সুন্দুর্জ কত দূর যাবে
আমি জানিনা তুমি বৃষ্টির আলিঙ্গনে নিজেকে উজাড় করে দাও কি না
আমি জানিনা তুমি চোখ বন্ধ করে আমাকে অনুবভ কর কি না
আমি জানি তুমি শুধু আমার বন্ধু……।।
আমার অদৃশ্য বন্ধু……।
যাকে ধরা যায় না……
কিন্তু থাকে অনুভবে সারাক্ষণ……।
Subscribe
Login
0 Comments
Oldest